স্বাধীনতার ৪৬ বছর পরও গণতন্ত্র অবরুদ্ধ : ফখরুল

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

স্বাধীনতার ৪৬ বছর পরও গণতন্ত্র অবরুদ্ধ : ফখরুল

সুরমা মেইল ডেস্ক :: মির্জা ফখরুল ব‌লেন, আমা‌দের দুর্ভাগ্য যে স্বপ্ন নি‌য়ে দেশ স্বাধীন হ‌য়ে‌ছিল সে স্বপ্ন আজও পূরণ হয়‌নি। স্বাধীনতার ৪৬ বছর পরও আজ গণতন্ত্র অবরুদ্ধ রয়েছে।

বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌ‌ধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

তি‌নি ব‌লেন, স্বাধীনতা ও গণত‌ন্ত্রের মূ‌ল্যবোধ আমরা হা‌রি‌য়ে ফেলেছি। প্রত্যেককে গণত‌ন্ত্রের চর্চা কর‌তে হ‌বে। একই স‌ঙ্গে মুক্ত চিন্তারও চর্চা কর‌তে হ‌বে। তাহ‌লেই আমা‌দের স্বাধীনতা ও গণ‌ত‌ন্ত্র রক্ষা করা সম্ভব হবে। বিএন‌পির এই নেতা ব‌লেন, ৭১সা‌লে মহান স্বাধীনতা যু‌দ্ধের সময় যারা সরাস‌রি বি‌রোধীতা ক‌রে‌ছে তা‌দের বিচার হওয়া উচিত। বিএন‌পি সব সম‌য়ে স্বাধীনতা বি‌রোধী‌দের বিচার চায়। ত‌বে সেটা যেন রাজ‌নৈতিক উদ্দেশ্যে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com