স্বামীকে ছেড়ে অন্য পুরুষকে বিয়ে, অতঃপর……

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানে স্বামীকে তালাক দিয়ে অন্য পুরুষকে বিয়ে করায় এক নারীকে হত্যা করেছে তালেবান। জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

আফগানিস্তানের উত্তর-বাজিস প্রদেশে ওই হত্যার ঘটনা ঘটে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর স্বামী বিদেশে বসেই তাকে তালাক দিয়েছে।

কিন্তু তিনি আফগানিস্তানে ফিরে একটি তালেবান আদালতে বিচারের আবেদন করেন। তালেবান আদালত ওই নারীর পুনরায় বিয়ে করার বিরুদ্ধে মত পোষণ করে। কিন্তু তালেবানের পক্ষ থেকে ওই নারীকে হত্যার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

আফগানিস্তানে তালাক নিষিদ্ধ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, তালেবান জঙ্গিরা আজিজা নামে ওই নারীকে জোরপূর্বক তার বাবার বাড়ি ফেরত পাঠায়। সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়।

নাসের নাজারি নামে স্থানীয় এক রাজনীতিবিদ জানান, ২৫ বছর বয়সী ওই নারীকে সম্ভাবত শনিবার হত্যা করা হয়েছে।

নাসের নাজারি বলেন, আজিজার স্বামী বিদেশে থাকতেই তালাকের কাজ সম্পন্ন করেছে। আজিজার এক আত্মীয়কে সে তালাকের বিষয়টি জানিয়েছেও। কিন্তু বিদেশ থেকে ফিরে সে তালেবানের আদালতে বিচারের আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে ওই নারীকে হত্যা করা হয়।

তালেবান এই পুনরায় বিয়ে করার ঘটনায় ২জনকে আটক করেছে। তাদেরকে শরিয়া আইন অনুসারে শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির একজন মুখপাত্র।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com