স্বামীর পাউন্ড রোজগারে স্ত্রী ২,৭০০ পুরুষের শয্যাসঙ্গী!

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৫

স্বামীর পাউন্ড রোজগারে স্ত্রী ২,৭০০ পুরুষের শয্যাসঙ্গী!

2700

সুরমা মেইলঃ কোটিপতি হওয়ার তাড়নায়, মাসে হাজার হাজার পাউন্ড আয় করতে, স্ত্রীকে বাধ্য করেছেন পরপুরুষের শয্যাসঙ্গী হতে। দিনের পর দিন, বছরের পর বছর স্ত্রীকে দিয়ে এ ভাবেই বেশ্যাবৃত্তি করিয়েছেন। নারাজ হলে, গায়ে হাত তুলতেও দ্বিধা করেননি। স্ত্রীর অনুভূতির, তাঁর ভালোলাগা মন্দলাগার কোনও দামই ছিল না স্বামীর কাছে। অভিযুক্ত ওই ফরাসি নাগরিককে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।
ফ্রান্সের এক আদালত জানায়, অভিযুক্ত হাজার হাজার পাউন্ড রোজগার করতে গিয়ে, তাঁর স্ত্রীকে কমপক্ষে ২,৭০০ পুরুষের সঙ্গে শুতে বাধ্য করেন। আইনজাবী জানান, স্ত্রীর ওপর রীতিমতো গায়ের জোর খাটাতেন ওই ব্যক্তি। তবে, আইনি বিধিনিষেধ থাকার কারণে বছর ৫৪-র ওই অভিযুক্তের নাম জানায়নি আদালত।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com