সিলেট ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৫
সুরমা মেইলঃ রাতে ঘুমোতে যাওয়ার আগে রোম্যান্টিক স্বামী মহাশয় একটি চুমু দিতে বলেছিলেন স্ত্রীকে। কিন্তু, বেরসিক স্ত্রী অগ্নিশর্মা হয়ে স্বামীকে সোজা হাসপাতালে পাঠালেন। কারণ, মদ্যপ অবস্থায় তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের শহর পোর্টসমাউথে। স্থানীয় একটি আদালত পর্যন্ত গড়িয়েছে ঘটনাটি। অনলাইনে ২৬ বছর বয়সী তরুণী ক্যাথরিন বোর্থউয়িকের সঙ্গে তার ৫৯ বছর বয়সী স্বামী মন্টি বোর্থউয়িকের পরিচয় হয়েছিল। ঘুমানোর আগে মদ্যপ ছিলেন উভয়ই। শোবার ঘরে স্বামী যখন তার শার্ট খুলে বললেন, আমার গুডনাইট কিসের (রাতে ঘুমোতে যাওয়ার আগে চুমু) কি হলো? আদালতে আইনজীবী টিম দ্রাকাস জানান, এ সময় স্ত্রী ক্যাথরিন হাতে একটি অ্যালার্ম ঘড়ি নিয়ে স্বামীকে আঘাত করতে শুরু করেন। এতে ঘড়িটিই ভেঙে যায়। এবার মদ্যপ ওই স্ত্রী তার স্বামীর মোবাইল সেটটি নিয়ে তার মাথায় আঘাত করতে শুরু করেন। আদালতের শুনানি অনুযায়ী, মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকলে, মন্টি তার স্ত্রীর কাছে ‘দয়া করো, দয়া করো’ বলে অনুনয় করতে থাকেন। ক্রুদ্ধ স্ত্রী তখন গালিগালাজ করতে থাকেন এবং তাদের বাড়ি থেকে স্বামীর সিডিগুলো ছুঁড়ে ফেলে দেন। শুনানির পর আদালত তাকে ১২ মাস বা ১ বছরের দ- দেয়। তবে তাকে জেলে আটকে রাখা হবে না। বরং, কমিউনিটি অর্ডারের আওতায় প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে হবে এবং এ সময় তার সংশোধন প্রক্রিয়াও চলবে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি