স্বেচ্ছা মৃত্যুর বৈধতা দিল ক্যালিফোর্নিয়া

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৫

স্বেচ্ছা মৃত্যুর বৈধতা দিল ক্যালিফোর্নিয়া

mrittu

সুরমা মেইলঃ যুক্তরাষ্ট্রে মুমূর্ষু রোগীদের চিকিৎসকের তত্ত্বাবধানে স্বেচ্ছায় জীবনাবসানের বৈধতা দিয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
 মঙ্গলবার বিবিসি বাংলা জানিয়েছে, দেশটিতে পঞ্চম অঙ্গরাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া এই বৈধতা দিল।
প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন ক্যালিফোর্নিয়ায় এই সুযোগ না থাকায়, কয়েক দিন আগে ব্রিটনি মেনার্ড নামের রাজ্যটির একজন ক্যান্সার আক্রান্ত রোগী তার জীবন অবসানের জন্য অরিগনে চলে যেতে বাধ্য হন।
সেই ঘটনা রাজ্যটির এই নতুন আইন গ্রহণে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ক খসড়া প্রস্তাবে স্বাক্ষর করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন, যিনি নিজে একজন ক্যাথেলিক এবং একসময় ধর্মযাজক হবার জন্য পড়ালেখাও করেছেন।
আইন অনুযায়ী, দুজন চিকিৎসক যদি একমত হন যে কোন রোগী ছয় মাসের বেশি বাঁচবেন না এবং মানসিকভাবে সুস্থ, তবে রোগীর জীবনাবসান হয় এমন ওষুধের ব্যবস্থাপত্র তারা দিতে পারবেন।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com