সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য না হলে দায়িত্ববোধ থেকে দেশও জনগণের স্বার্থে যা যা করা দরকার তা করবে বিএনপি। জামায়াত ইস্যুতে পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, জামায়াতকে জাতীয় ঐক্যের অল্টারনেটিভ করছেন কেন? একটাকে আরেকটার সঙ্গে মিলাচ্ছেন কেন? আওয়ামী লীগ তো স্বৈরাচারী এরশাদকে নিয়ে সরকার গঠন করছে।
তিনি বলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্য গঠনে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে আলোচনা করেছেন। প্রয়োজন হলে আরও করবে। জাতীয় ঐক্য গঠনের কাজ গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে।
জাতীয় ঐক্য গঠন সময়ের দাবি বলে উল্লেখ্য করে তিনি বলেন- সরকার এ দাবিকে উপেক্ষা করে বিএনপিসহ বিরোধী দলের নামে ব্লেম দিচ্ছে। মূলত তারা উগ্রবাদ-জঙ্গিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। সরকার এ পথ থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য গঠন করলে দেশের ভাবমূর্তি উজ্জল হবে এবং দেশ এগিয়ে যাবে।
বিএনপির এই নেতা বলেন- গুলশানে হামলার পর বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গণগ্রেফতার করা হচ্ছে। এর আগেও বিএনপির প্রায় ৪ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিরোধী দল ধ্বংসের সর্বনাশা খেলায় মেতে উঠেছে সরকার। এতে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে উৎসাহিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি