সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন যৌথবাহিনীর অভিযান-জরিমানা

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫

সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন যৌথবাহিনীর অভিযান-জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি :
সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ।

 

মঙ্গলবার (১০ জুন) শহরের রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও অংশ নেন।

 

এসময় গাড়ির বৈধ কাগজ না থাকায় যাত্রীবাহী বাস হানিফ পরিবহন, একটি মাইক্রোবাস ও একটি মাহিন্দ্র গাড়িসহ ১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক আইন লঙ্ঘন করায় মামলা দেয়া হয় এবং সব মিলিয়ে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ জানায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযান চলছে। যা আগামী ১৫ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। দিনের পাশাপাশি রাতেও শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে। হেলমেটবিহীন মোটরসাইকেল, সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বৈধ কাগজপত্র না থাকলে কিংবা অবৈধ কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে।

 

ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মো: আরিফে রব্বানী বলেন, সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে।

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com