সড়ক দুর্ঘটনায় দুই ট্রাফিক পুলিশ নিহত

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মে ২, ২০১৬

সড়ক দুর্ঘটনায় দুই ট্রাফিক পুলিশ নিহত

images

সুরমা মেইল নিউজ : রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। তারা হলেন দেলোয়ার হোসেন (৪০) ও এনায়েত হোসেন (৪০)। সোমবার ভোররাতে দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে আনা হয়। এ খবর নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হোসেন।

তিনি জানান- ভোররাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডিউটি করার সময় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ দেলোয়ার নিহত হন। তিনি ট্রাফিক পুলিশের পূর্ব জোনে কর্মরত ছিলেন। দেলোয়ারের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এর আগে রোববার রাত ৯টার দিকে উত্তরার ৯ সেক্টরের ৪ নং রোডে ডিউটি করার সময় প্রাইভেট কারের চাপায় নিহত হন এনায়েত হোসেন (৪০)। নিহতের এনায়েত হোসেন পরিবার নিয়ে উত্তরার ৬ নম্বর সেক্টরের ৪০ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com