সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৫

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

sorok

 

সুরমা মেইলঃ মঙ্গলবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সানাউল হক বলেন, সোমবার রাত সোয়া তিনটার সময় শ্যামলী  ফুটওভার বিজ্রের নিচে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি ওই যুবককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোর চারটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরনে ছিল লুঙ্গি ও হাফ শার্ট। তার বয়স আনুমানিক (৩০) বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের অন্য কোনো পরিচয় জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com