হজে গিয়ে সৌদিতে ৮১ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

হজে গিয়ে সৌদিতে ৮১ বাংলাদেশির মৃত্যু

imagesনিউজ ডেস্ক :: এ বছর সৌদি আরবে হজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৮১ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে ৬২ পুরুষ ও ১৯ নারী রয়েছেন। সৌদির মদিনার হজ তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম রানা এ তথ্য জানিয়েছেন।

হজ আইটি বিভাগ সূত্রে জানা যায়, সৌদিতে হজ করতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে মক্কায় ৬১, মদিনায় ১৩, জেদ্দায় দুই ও মিনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার মক্কায় মারা  গেছেন শামসুল আলম সরকার নামের এক বাংলাদেশি। তাঁর বাড়ি গাজীপুরে। পাসপোর্ট নম্বর : বি ই ০৩০৩৬৪৭।

এ বছর বাংলাদেশ থেকে সৌদিতে হজ করতে যান এক লাখ এক হাজার ৮২৯ জন। তাঁদের মধ্যে এরই মধ্যে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৪৭ জন।

হজ আইটি বিভাগ জানায়, সৌদি আরব থেকে ১৯৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা।  এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ৮৮ টি। আর সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০৬টি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com