হট সিটে বসতে চলেছেন দিয়েগো সিমিওনে

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৬

হট সিটে বসতে চলেছেন দিয়েগো সিমিওনে

downloadস্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের কোচের হট সিটে বসতে চলেছেন দিয়েগো সিমিওনে? এমন তথ্য অবশ্য ইতিমধ্যেই এসে গিয়েছে বিশ্ব ফুটবল মহলে৷ জানা গিয়েছে, সিমেওনেকে জাতীয় দলের কোচ হিসেবে চায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে সাফল্য এনে দেওয়া আর্জেন্টাইন এই কোচকে ছাড়তে চায় না তাঁর ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।

দুই বছরে দুটি কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙার পরও মার্টিনোই রিও ডি জেনেইরোতে অলিম্পিকে আর্জেন্তিনার কোচ থাকছেন। তবে বার্সেলোনার প্রাক্তন এই কোচের আর্জেন্তিনা দলে দীর্ঘমেয়াদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এএফএ-র মূল আলোচনায় উঠে এসেছেন সিমিওনে৷ স্পেনের একটি রেডিওকে অ্যাটলেটিকোর সভাপতি এনরিকে বলেন, “সিমিওনেকে আর্জেন্তিনার কোচ করার বিষয়ে কথা বলতে এএফএ আমাকে ফোন করেছিল৷ যদিও আমি তাদের না বলে দিয়েছি।”

অ্যাটলেতিকো মাদ্রিদকে ২০১৪ সালের লা লিগা জেতানোর পাশাপাশি গত তিন মৌসুমে দলকে দুটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলেন সিমেওনে। তাতেই সিমিওনের দিকে আগ্রহ বেড়ে গিয়েছে আর্জেন্টিনার৷

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com