হঠাৎ তাদের সংসারে ভাঙনের সুর

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মে ২২, ২০১৬

হঠাৎ তাদের সংসারে ভাঙনের সুর
download (2)
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। দেখতে দেখতে বিবাহিত জীবনের নয়টি বছর পার করলেন তারা। একমাত্র মেয়ে আরাধ্যকে নিয়ে সুখেই কাটছিলো তাদের সংসার। কিন্তু হঠাৎ তাদের সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোতে এমন খবরই প্রকাশ পেয়েছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সম্প্রতি ‘সরবজিত্’-এর ট্রেলরের রেড কার্পেটে এক অন্য দাম্পত্যের ছবি দেখলেন দর্শক। সেখানে হাজির ছিল গোটা বচ্চন পরিবার। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের ক্যামেরার ফোকাস ছিলো ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির দিকে। কিন্তু ঐশ্বর্যর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে একটু যেন অস্বস্তি হচ্ছিল অভিষেকের। ঐশ্বরিয়ার সঙ্গে কয়েকটি ছবি তোলার পরই তার কাছ থেকে দূরে সরে যান অভিষেক।
এখানেই  শেস নয়, ঐশ্বরিয়া অভিষেককে ডাকলেও তাকে এড়িয়ে যান অভিষেক। এরপর যখন আলোচিত্রীরারা ঐশ্বরিয়াকে পোজ দেওয়ার জন্য বলেন অভিষেক রাগ হয়ে বলে ওঠেন শুধু ওর ছবি তুলুন। আর এ কারণে মিডিয়ার সকলের সামনে বেশ অস্বস্তিতে পড়তে হয় ৪২ বছর বয়সী এই অভিনেত্রীকে।
এ সব দেখেই বি-টাউনে জোর গুঞ্জণ শুরু হয়েছে, অভিষেক-ঐশ্বর্য্যর সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে। অনেকেই আবার প্রশ্ন করছেন, অভিষেক-ঐশ্বর্যার কি ঝগড়া হয়েছে? কোনও বিষয়ে কি মতের অমিল হল তাদের? কেই বলছেন, কী এমন হলো যাতে এত ক্যামেরার সামনে প্রকাশ্যে ঐশ্বর্যাকে এড়িয়ে গেলেন নায়ক?
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com