হতবাক !

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

হতবাক !

IMG_20160506_175031_Fotorসৈয়দা ফাহমিদা……………..

 

হে অচিন পথিক,

উড়ে এসে জুড়ে বসা তুমার কাজ

তুমাতে কোন আক্ষেপ নেই আমার…..

আমি জিজ্ঞাসি আমার আপন পক্ষ কে-

তুমা প্ররোচনায় , সে এতোটা পাষান হয়ে যেতে পারবে আমার কল্পনায় ছিলো না ।

হৃদয়ের ঠিক কোন কোন প্রকোষ্ঠে বিষবাষ্পের ধহন হচ্ছে

তা খোজ নেয়ার সময় এখন নেই তার ।

অথচ একটা সময় ছিলো

আমিহীনা সে কিছুই কল্পনা করতে পারতো না,

আমি দুঃখিত নই

একদম দুঃখিত নই

তার এমন আচরনে আমি স্তম্ভিত

খুব বেশী স্তম্ভিত।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com