হতবাক !

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

হতবাক !

Manual3 Ad Code

IMG_20160506_175031_Fotorসৈয়দা ফাহমিদা……………..

 

Manual7 Ad Code

হে অচিন পথিক,

উড়ে এসে জুড়ে বসা তুমার কাজ

তুমাতে কোন আক্ষেপ নেই আমার…..

Manual3 Ad Code

আমি জিজ্ঞাসি আমার আপন পক্ষ কে-

তুমা প্ররোচনায় , সে এতোটা পাষান হয়ে যেতে পারবে আমার কল্পনায় ছিলো না ।

হৃদয়ের ঠিক কোন কোন প্রকোষ্ঠে বিষবাষ্পের ধহন হচ্ছে

তা খোজ নেয়ার সময় এখন নেই তার ।

অথচ একটা সময় ছিলো

Manual7 Ad Code

আমিহীনা সে কিছুই কল্পনা করতে পারতো না,

আমি দুঃখিত নই

Manual7 Ad Code

একদম দুঃখিত নই

তার এমন আচরনে আমি স্তম্ভিত

খুব বেশী স্তম্ভিত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code