হবিগঞ্জের নিখোঁজ ৪ শিশু উদ্ধার

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬

হবিগঞ্জের নিখোঁজ ৪ শিশু উদ্ধার

1457797529-300x188
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ থেকে নিখোঁজ হওয়া চার মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত নিখোঁজ চার শিশু হলো- বাহুবল উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনু মিয়ার ছেলে তানভীর রশিদ রাফি (১২), একই উপজেলার আব্দানারায়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ আহমেদ (১১), শায়েস্তাগঞ্জ এলাকার দরিয়াপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে সোহানুর রহমান (১১) ও নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে আজহারুল ইসলাম নয়ন (১৩)।

উল্লেখ্য, শুক্রবার থেকে চার মাদ্রাসা নিখোঁজ হন। চার শিশুই শায়েস্তাগঞ্জের সুতাং বাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাজী সুরুজ আলী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, পাঞ্জাবি বানানোর কথা বলে শুক্রবার বিকালে চার ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে শায়েস্তাগঞ্জ যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিখোঁজ শিশুদের পরিবারের লোকজন উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন। সন্তানদের ফেরত পেতে তারা নানা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেন। এ ঘটনায় নিখোঁজ রাফির পিতা আহমদ রশিদ মনু শনিবার বিকেল ৪ টায় শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com