হবিগঞ্জের ৪ শিশু হত্যার ঘটনায় অভিযোগপত্র

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৬

হবিগঞ্জের ৪ শিশু হত্যার ঘটনায় অভিযোগপত্র

Hobigonj-(5)
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের সুন্দ্রাটিকি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে চার শিশুকে অপহরণের পর হত্যা করে মাটিচাপা দেয়ার ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগলসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার আলমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোক্তাদির হোসেন রিপন এ অভিযোগপত্র জমা দেন।

আসামিদের মধ্যে আব্দুল আলী বাগল ছাড়াও তার দুই ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়াসহ সাতজনকে পুলিশ এরই মধ্যে গ্রেপ্তার করেছে। এছাড়া র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন মামলার অন্যতম প্রধান আসামি বাচ্চু মিয়া।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিকেলে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।
মনির সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে এবং তার দুই চাচাত ভাই শুভ ও তাজেল একই স্কুলে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত। আর তাদের প্রতিবেশী ইসমাইল ছিল সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র। পাঁচ দিন পর ইছাবিল থেকে তাদের বালিচাপা মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com