সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জে অপহরণের এক দিন পরে অপহৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে শহরের কামড়াপুর ব্রিজ থেকে তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত যুবক আলমগীর মিয়া (৩৫) চুনারুঘাট উপজেলার কৃষ্ণনগর গ্রামের প্রয়াত করিম হোসেনের ছেলে। আটককৃতরা হলেন- হবিগঞ্জ শহরের উমেদনগর গ্রামের নোমান মিয়া (২০), পাথারিয়া গ্রামের কাশেম (২২), কাউছার মিয়া (২০) ও উজ্জ্বল মিয়া (২২)।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, রোববার দুপুরে পাসপোর্ট করতে গিয়ে অপহরণের শিকার হন আলমগীর। সোমবার সকালে আলমগীরের বাড়িতে ফোন করে তার ভাই আবদুল মালেকের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অন্যথায় আলমগীরকে হত্যার হুমকি দেন তারা। অপহরণকারীদের কথামতো এক লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে অপহৃত আলমগীরকে ফেরতের চুক্তি করেন মালেক।
পরে বিষয়টি হবিগঞ্জ থানায় অবহিত করেন মালেক। চুক্তি অনুযায়ী কামড়াপুর ব্রিজে টাকা নিতে আসলে অপহরণকারীদের আটক করেন পুলিশের একটি দল। সে সময় অপহরণকারীদের মূল হোতা রাসেল মিয়া পালিয়ে যায়। আটককৃতদের প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে মির্জাপুরের নির্জন একটি বাড়ি থেকে আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, রাতেই অপহরণকারীদের শনাক্ত করতে আলমগীরের সামনে আটককৃতদের আনা হলে তিনি শুধু কাশেমকে শনাক্ত করেন। বাকিদের তিনি চিনতে পারেননি বলে জানান। কাশেমকে ছাড়া অন্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পেলে তদন্ত করে ছেড়ে দেওয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি