সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি কলোনি। সর্বহারা হয়ে বাসা ছেড়ে সুবিধাজনক স্থানে আশ্রয় নিয়েছে কলোনীতে থাকা ৫টি পরিবার। অগ্নিকান্ডে মোট ক্ষয়-ক্ষতির পরিমান অনুমান ৫ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে অগ্নি নিবারণ করলে অল্পের জন্য ভয়াবহ অগ্নিকান্ড থেকে বেচে যায় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
প্রত্যদর্শী ও পুলিশ সূত্র জানায়, বানিজ্যিক এলাকাস্থ আহসানিয়া মিশন এলাকার বাসিন্দা স্বপন মিয়ার কলোনীত বসবাস করে আসছিল ৫টি পরিবার।
সোমবার (৪ জুলাই) বেলা ১২ টায় কলোনীর বৈদ্যুতিক মিটার শর্ট-সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। প্রথম দিকে পাশ্ববর্তী সোনাহর হাজী এন্ড সন্সের বেকারীর কর্মচারীরা পানি দিয়ে আগুন নিবারণে প্রাণপন চেষ্টা করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিভাতে চেষ্টা করে। পরে বানিয়াচং ফায়ার সার্ভিসের আরেকটি বাহিনী মিলে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় বানিজ্যিক এলাকার ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে ৫টি পরিবারের কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য শহরের চৌধুরী বাজারস্থ বেনু মাধব রায়ের দোকান কর্মচারী সুশান্ত দাশ জানায়, অগ্নিকান্ডে তার পরিবারের সব আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে। কলোনীতে থাকা অন্যান্য পরিবারের লোকজনও সর্বহারা হয়ে সুবিধাজনক স্থানে আশ্রয় নিয়েছে বলে জানা যায়।
Design and developed by ওয়েব হোম বিডি