হবিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৬ শ্রমিক আহত

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৬

হবিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৬ শ্রমিক আহত

Manual6 Ad Code

gas-cylinder-blast
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ জেলার অলিপুরে প্রাণ কোম্পানির একটি রুমের গ্যাস সিলিন্ডারের কাজ করার সময় বিস্ফোরণে কম্পানির ৬ শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন:- প্রাণ কম্পানির শ্রমিক আব্দুল মোত্তালিব (২৫), রবিউল ইসলাম (২২), আলমগীর হোসেন (২৬), নাছিম মিয়া (২৭), সুমন মিয়া (২৮) ও শিপন মিয়া (৩০)। আগুনে দগ্ধ শ্রমিকরা জানায়, অলিপুরে অবস্থিত প্রাণ কম্পানির ভিতরে একটি রুমে গ্যাস সিলিন্ডারে কাজ করার সময় হঠাৎ করে এর বিস্ফোরণ ঘটে। এ সময় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। হবিগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. বজলুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শ্রমিকরা দগ্ধ হয়েছে। প্রত্যেকের শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code