হবিগঞ্জে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৫

হবিগঞ্জে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

hotta

 

সুরমা মেইলঃ হবিগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামে ছুরিকাঘাতে লায়েছ চৌধুরী (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র খুন হয়েছে। শুক্রবার রাত ৭টায় এ ঘটনা ঘটে।

নিহত লায়েছ হবিগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামের নয়ন চৌধুরীর ছেলে। সে স্থানীয় উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লায়েছের সঙ্গে একই গ্রামের মহারাজ মিয়ার ছেলে রিপন মিয়ার (২৩) আগে থেকে বিরোধ ছিল। এরই জের ধরে শুক্রবার রাতে রিপন গ্রামের পাশের একটি ধানের জমিতে লায়েছকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে লায়েছকে  ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই লায়েছের মৃত্যু হয়।

এ দৃশ্য গ্রামের এক শিশু (১০) দেখে ফেললে রিপন তাকেও ধাওয়া করে। ওই শিশু ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে এসে এ ঘটনা জানায়।

পরে খবর পেয়ে রাত ৮টায় হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করতে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com