সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ জুলাই) দুপুরে ইসলামীক ফাউন্ডেশন জেলা পরিষদ অডিটরিয়াম মিলায়তনে এ কর্মশালা আয়োজন করে।
জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর ও ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিজবাহুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী প্রমুখ।
কর্মশালায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও নারীরা অংশ গ্রহন করেন।
কর্মশালায় প্রধান অতিথি সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি সন্ত্রাসী ও জঙ্গিবাদ সাথে সম্পৃক্তদের চিহ্নিত করার আহব্বান জানান।
Design and developed by ওয়েব হোম বিডি