হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে যুবক গ্রেফতার

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে যুবক গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার সদর উপজেলার লস্করপুর গ্রামে নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি মো. মান্না মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এরআগে শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সাভার মডেল থানার ঝাউচর বাজারে অভিযান চালিয়ে মান্নাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মান্না জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব জানায়, গত ২৪ অক্টোবর হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার মান্না মিয়াকে পূর্ব বিরোধের জেরে মাটিতে ফেলে মারধর করেন। মান্না পালিয়ে যেতে চাইলেও তারা তাকে ধাওয়া করেন। এ সময় মান্না তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পান্নাকে আঘাত করে জখম করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় পান্নার মৃত্যু হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মান্না মিয়াকে পান্না আক্তার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com