সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাট উপজেলায় বিয়ে বাড়িতে এসে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চানপুর চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম।
নিহতরা হলো- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), একই এলাকার সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিভাবকদের সঙ্গে ওই শিশুরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। মঙ্গলবার ছিল বিয়ে। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিল। অন্যদিকে শিশুরা খেলার এক পর্যায়ে পুকুরে গোসল করতে নামে। একে একে তিন শিশু পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা দেখতে পেয়ে তিনজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(সুরমামেইল/এমএকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি