হবিগঞ্জে পুকুরে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

হবিগঞ্জে পুকুরে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাট উপজেলায় বিয়ে বাড়িতে এসে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চানপুর চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম।

Manual6 Ad Code

 

নিহতরা হলো- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), একই এলাকার সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।

 

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিভাবকদের সঙ্গে ওই শিশুরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। মঙ্গলবার ছিল বিয়ে। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিল। অন্যদিকে শিশুরা খেলার এক পর্যায়ে পুকুরে গোসল করতে নামে। একে একে তিন শিশু পানিতে তলিয়ে যায়।

Manual1 Ad Code

 

স্থানীয়রা দেখতে পেয়ে তিনজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

(সুরমামেইল/এমএকে)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code