হবিগঞ্জে বজ্রপাতের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মে ২, ২০১৬

হবিগঞ্জে বজ্রপাতের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু

images (1)সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতের আঘাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে আটঘরিয়া গ্রামের হাওরে এ ঘটনাটি ঘটে। বজ্রপাতে নিহত- রুবেল মিয়া (১৫) আটঘরিয়া গ্রামের আব্দুল মজিদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়- সোমবার দুপুরে রুবেল মিয়া বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে যায়। এ সময় বজ্রপাতসহ ঝড়ো হাওয়া শুরু হলে রুবেল মিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে রুবেলের উপর বজ্রপাত পড়লে স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তবরত চিকিৎসক ডা. দেবাশীষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com