হবিগঞ্জে বাস চাপায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬

হবিগঞ্জে বাস চাপায় স্কুলছাত্র নিহত

Manual5 Ad Code

Exident
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের-শায়েস্তাগঞ্জ সড়কে বাস চাপায় শাহান মিয়া (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে। সোমবার সকল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহান সদর উপজেলার চরনুরহামুয়া গ্রামের আবু তাহেরের ছেলে। সে বড়চর সরকারি প্রাইমারি স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, সোমবার উল্লেখিত সময়ে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বিরতিহীন বাস হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের বড়চর নামক স্থানে শাহান মিয়া রাস্তা পার হয়ে স্কুলে যাবার সময় ঘাতক বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হবিগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ও শ্রীমঙ্গল র‌্যাব ৯ এর একটিদল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code