সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শাহজাহান মিয়া (১৭) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান মিয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার ছোট হাজারীপুর বানিয়াপাড়ার রুহুল মিয়ার ছেলে। তিনি ক্রেনের সহকারী (হেল্পার) ছিলেন। এ দুর্ঘটনায় আরো ৪ শ্রমিক আহত হন। আহতরা হলেন- শংকর (৪০), তৌহিদ (৩০), হাসান (৩০) ও আরাফাত (৩০)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, হতাহত সবাই শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় নির্মাণাধীন ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের শ্রমিক। সকালে নিহত শাহজাহানসহ অন্য চার শ্রমিক শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের কাছের মাঠে ক্রেনে কাজ করছিলেন। এ সময় ক্রেনের উপরিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে জাতীয় গ্রিডে সঞ্চালনের ১ লাখ ৩২ হাজার কেভি লাইনের সঙ্গে জড়িয়ে পড়ে। এতে হেল্পার শাহজাহান মিয়া নিহত ও অন্য চারজন আহত হন।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি