হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুক মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে সদরের দিঘলবাগ গ্রামে এ দুঘটনা ঘটে। মাসুক মিয়া বগুড়া সদর উপজেলার গাইবান্দা গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন মাসুক মিয়া। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com