সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে মেহেদি হাসান রাসেল (৮) নামে একটি শিশুকে হত্যার দায়ে আব্দুর রশিদ (২০) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন এ রায় দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল আহাদ ফারুক জানান, ২০০৭ সালের ৮ অক্টোবর আব্দুর রশিদ মেহেদির কাছ থেকে একটি মোবাইল নিতে চান। মেহেদি মোবাইলটি দিতে না চাইলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখেন রশিদ। পরে বাড়ির পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ অভিযোগ এনে ৯ অক্টোবর শিশু মেহেদির মা বাদী হয়ে রশিদকে প্রধান আসামিসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এরপর পুলিশ আব্দুর রশিদসহ দুই আসামিকে গ্রেফতার করে। বিজ্ঞ বিচারক ১৪ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
এছাড়া অপর দুই আসামির অভিযাগে প্রমাণিত না হওয়ার তাদের বেকসুর খালাস দেওয়া হয়। এসময় গ্রেফতারকৃত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি