হবিগঞ্জে শিশু রাসেল হত্যা: ১ জনে ফাঁসির আদেশ

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৬

হবিগঞ্জে শিশু রাসেল হত্যা: ১ জনে ফাঁসির আদেশ

Fasi-290x185
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে মেহেদি হাসান রাসেল (৮) নামে একটি শিশুকে হত্যার দায়ে আব্দুর রশিদ (২০) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন এ রায় দেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল আহাদ ফারুক জানান, ২০০৭ সালের ৮ অক্টোবর আব্দুর রশিদ মেহেদির কাছ থেকে একটি মোবাইল নিতে চান। মেহেদি মোবাইলটি দিতে না চাইলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখেন রশিদ। পরে বাড়ির পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ অভিযোগ এনে ৯ অক্টোবর শিশু মেহেদির মা বাদী হয়ে রশিদকে প্রধান আসামিসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এরপর পুলিশ আব্দুর রশিদসহ দুই আসামিকে গ্রেফতার করে। বিজ্ঞ বিচারক ১৪ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

এছাড়া অপর দুই আসামির অভিযাগে প্রমাণিত না হওয়ার তাদের বেকসুর খালাস দেওয়া হয়। এসময় গ্রেফতারকৃত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com