হবিগঞ্জে সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষ, ভাঙচুর-আগুন

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুন ৮, ২০১৬

হবিগঞ্জে সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষ, ভাঙচুর-আগুন

imagesসুরমা মেইল নিউজ  : হবিগঞ্জে ফের বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ফের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ২০/২৫টি দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

 বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবিগঞ্জ শহরতলীর গোপায়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, মঙ্গলবার রাতের ওই দুই চেয়ারম্যান ‍প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে আবার বুধবার সকাল ৮টার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে ‍পড়ে। এ ময় ২০/২৫টি দোকানপাট ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় ১২৪ রাউন্ড রবার বুলেট ও  ১০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (৭ জুন) রাতেও আওয়ামী লীগের ওই দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক আহত হয় ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com