সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ সদর উপজেলায় পেট্রোলবোমা ও হাতবোমাসহ গাজিউর রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার শহরতলীর ধুলিয়াখাল এলাকার একটি মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে সাতটি হাতবোমা ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। হবিগঞ্জ সদর থানার পরিশদর্ক (তদন্ত) বিশ্বজিৎ দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার গাজিউর সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার আবিদুর রহমানের ছেলে।
পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ বলেন, ধুলিয়াখাল এলাকার ওই মেসে গাজিউর ও তার সহযোগীরা নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে এমন গোপন খবরে পুলিশ অভিযান চালিয়ে সাতটি হাতবোমা ও পাঁচটি পেট্রোলবোমাসহ গাজিউরকে গ্রেপ্তার করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি