হবিগঞ্জে সেরা সাঁতারু বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

হবিগঞ্জে সেরা সাঁতারু বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

1475060947-1-600x364

হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ সাঁতারু অন্বেষণ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের আনসার ক্যাম্পের পুকুরে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সফিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম. নাঈমুল হক, লে. কমান্ডার এম. নাহিদ হাসান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সদস্য পারভেজ চৌধুরী প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বয়সভিত্তিক ৪টি গ্রুপে ১১ থেকে ১৮ বছর বয়সী শতাধিক ছেলে-মেয়ে সাঁতারু অংশগ্রহণ করে। বাছাইপর্ব শেষে ৩ মাসের প্রশিক্ষণের জন্য সরকারের অর্থায়নে তাদের ঢাকা পাঠানো হবে।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com