হরতালে অটোরিক্সা ভাঙচুর

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৫

হরতালে অটোরিক্সা ভাঙচুর
Pic-Hortal
সুরমা মেইল : একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে চূড়ান্ত রায়ে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি বহাল রাখায় জামায়াতের ডাকা হরতাল চলাকালে সিলেট নগরীর পশ্চিম সুবিদবাজারে  সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করে শিবির কর্মীরা। হরতাল চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, কয়েকটি মোটরসাইকে যুগে কয়েকজন যুবক পশ্চিম সুবিদবাজারে আসে। এ সময় তারা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।

এর বাইরে নগরের কোথাও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখা যায়নি। নগরীর আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com