সুরমা মেইল : যুদ্ধাপরাধী আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সিলেটে খুব একটা প্রভাব পড়েনি। দূর পাল্লার বাস চলাচল করছে স্বাভাবিক।
আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালে সিলেট নগরীর বিভিন্ন স্থানে আইন রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যায়। নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
যানবাহন চলাচল করছে। তবে, স্বাভাবিকের চেয়ে কম।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, হরতালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন প্রায় স্বাভাবিক রয়েছে।