সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জৈন্তাপুরের হরিপুরে সেনাসদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় উপজেলা বিএনপির সভাপতিসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৯ জুন) সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন তিনি বলেন, চোরাচালানে বাধা দেওয়ায় সেনাবাহিনীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের মামলায় এর আগে আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিনে ছিলেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ দিবাগত রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। পথে একদল চোরাকারবারি পূর্বপরিকল্পিতভাবে সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনাসদস্য আহত হন এবং তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পরদিন ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি প্রথমে থানা-পুলিশ তদন্ত করলেও বর্তমানে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ন্যস্ত করা হয়।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপর শ্যামপুর এলাকার আব্দুর রশীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চানঘাট এলাকার ফারুক আহমদ, হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও দলইপাড়া গ্রামের মো. আব্দুল্লাহ, মুতলিব, উত্তর বাঘেরখালেট এলাকার আজিজুর রহমান, ফখরুল ইসলাম, লামা শ্যামপুরের আমির উদ্দীন, মাসুক, উপর শ্যামপুরের জহির উদ্দিন ও ইসমাইল আলী।
(সুরমামেইল/এমকে)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি