হানিফ সংকেত এর “ভুল থেকে নির্ভুল”

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৫

হানিফ সংকেত এর “ভুল থেকে নির্ভুল”

vul

সুরমা মেইলঃ হানিফ সংকেত প্রতি ঈদে একটি নাটক নির্মাণ করে থাকেন। সে ধারাবাহিকতায় এবার নির্মাণ করলেন একক নাটক ‘ভুল থেকে নির্ভুল’।

নাটকটি রচনাও করেছেন তিনি। এর গল্প বর্তমান সময়ের কয়েকজন তরুণ-তরুণীকে কেন্দ্র করে। এক বন্ধুর আমন্ত্রণে তারা গ্রামের বাড়ি বেড়াতে যায়। গ্রামে গিয়ে তাদের সঙ্গে দেখা হয় আরেক তরুণের। ঘটে নানা ঘটনা।

অভিনয়ে ডলি জহুর, মীর সাবি্বর, কুসুম সিকদার, ড. এনামুল হক, আবদুল কাদের, সাবেরী আলম, শিরিন আলম, সুভাশিষ ভৌমিক, নিসা প্রমুখ। সম্প্রতি মানিকগঞ্জ ও ঢাকার বেশ কয়েকটি স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। নাটকটির সূচনাসঙ্গীত লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে এটি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com