হান্নান শাহ’র মৃত্যুতে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের শোক

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

হান্নান শাহ’র মৃত্যুতে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের শোক

14484891_172221099888110_6534529206526545339_n

নিজস্ব সংবাদদাতা :: প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট সরকারি কলেজ ছাত্রদল।

শোকবার্তায় নেতৃবৃন্দরা বলেন, হান্নান শাহের মৃত্যুতে বিএনপি হারালো দলের এক নিবেদিত সাহসী নেতাকে যার শূন্যতা পূরণ হওয়ার নয়। দেশের স্বার্থে আন্দোলন সংগ্রামে তিনি বলিষ্ট ভুমিকা রেখেছেন। মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে দেশবাসীর কাছে তিনি শ্রদ্ধারপাত্র হয়েছেন। তাঁর ত্যাগের আদর্শ বাস্থবায়নে আমাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে।

নেতৃবৃন্দরা তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।

শোক প্রকাশকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের দায়িত্বশীল আব্দুল মুতাকাব্বির চৌঃ সাকি, ইমরান হোসেন ইমরান, জামিউল ইসলাম জামি, সিহাব আহমদ, জাহাঙ্গীর আলম, তানবির আহমদ খান, সাইফুর কামালি, রাফি ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com