হাবিবের খুনিদের ধরিয়ে দিলে ১লক্ষ টাকা পুরুস্কার

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৬

হাবিবের খুনিদের ধরিয়ে দিলে ১লক্ষ টাকা পুরুস্কার

11
সুরমা মেইল নিউজ : সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বিবিএ ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের মেধাবী ছাত্র কাজী হাবিব হত্যাকারী খুনিদের গ্রেফতারে ঘোষণা করা হলো এবার অর্থপুরস্কার। রবিবার ১ লক্ষ টাকার এ পুরস্কার ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আলী হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণাকালে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তবে এ অর্থপুরস্কার ঘোষণার পরপরই বিষয়টির যথার্থতা নিয়ে এসময় মানববন্ধনে উপস্থিত অনেকের মাঝে কানাঘোষা শুরুহয়।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে হোসাইন মোহাম্মদ সাগরসহ সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিবিএ ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিবকে গুরুতর জখম করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com