হাবিব খুন: ইন্টারঃ ইউনির্ভাসিটির ১৫ শিক্ষার্থী স্থায়ীভাবে বহিস্কার

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬

হাবিব খুন: ইন্টারঃ ইউনির্ভাসিটির ১৫ শিক্ষার্থী স্থায়ীভাবে বহিস্কার

International 2
সুরমা মেইল নিউজ : সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বি.বি.এ ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র কাজী হাবিব খুনের ঘটনায় তদন্ত কমিটি রিপোটের প্রেক্ষিতে ১৫জন শিক্ষার্থী স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত নেয়া হয়। এমনকি এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষার সুযোগের স্থায়ী নিষেদ্ধাজ্ঞা আরোপ করা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নাম ও লগো ব্যবহার করে কোন শিক্ষার্থী রাজনৈতিক অথবা সামাজিক যোগযোগ মাধ্যমে কোন ধরনের কর্মকান্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক বহিস্কার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান শামীম আহমেদ, শামসি বেগম, রাজিব আহমেদ, প্রফেসর ড. মো: ইউনুস, বিজিত চৌধুরী, প্রফেসর মোহাম্মদ রুহুল আমীন ও রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী। বহিস্কৃত শিক্ষার্থীরা হচ্ছে, সাগর হোসাইন (হোসাইন মো: সাগর), আলাউর খান (ইমরান), ইলিয়াস আহমেদ পুনম, আনিসুর রহমান (আনিস), মইনুল ইসলাম (মইনুল), আশিক উদ্দিন (আশিক), আব্দুল আওয়াল (সোহান), বশির উদ্দিন আহমেদ তুহিন, সুজন মিয়া, হারুন রশিদ (হারুন), কাজী কামরুল আহমেদ, নয়ন রায়, সাইদুর রহমান (সায়মন), বিশ্বজিৎ দে (বাপন), সায়েদুর রহমান সুমন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com