সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫
সুরমা মেইল. স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের কাছে ২ উইকেটে হেরে শিরোপা জয় করা হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের।
টি২০ এই টুর্নামেন্টে একটির পর একটি বাধা টপকেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের মেয়েরা । শুধু দুরন্ত ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও। সেমিফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের জয় বাংলাদেশকে নিয়ে গেছে টি২০ বিশ্বকাপের মূলপর্বে। আসল লক্ষ্য অর্জিত হয়ে গিয়েছিল তখনই। তবুও, ফেভারিট হিসেবে বাছাই পর্বে অংশগ্রহণ এবং গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল- প্রতিটি ম্যাচে দুর্দান্ত সাফল্যের কারণে, বাংলাদেশকেই চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিয়েছিল সবাই।
কিন্তু, আয়ারল্যান্ড ব্যাটসম্যান সেসেলিয়া জয়সে এবং লরা ডেলানির ব্যাটিং দৃঢ়তার কাছেই হারতে হলো বাংলাদেশের নারী ক্রিকেট দলকে। ১০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলার পরও শেষ বলে এসে জয় একই সঙ্গে শিরোপা হাতছাড়া, করতে হলো বাংলাদেশকে।
টস জিতে ব্যাট করতে নেমে নিগার সুলতানা (৪১) এবং রুমানা আহমেদের (৩৮) দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে আয়ারল্যান্ডের সামনে ৩ উইকেটে ১০৫ রানের স্কোর গড়ে তোলে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ছিলেন আইরিশ ওপেনার ক্লেয়ার শিলিংটন। ২.১ ওভারেই ২৪ রান তুলে ফেলেন দুই আইরিশ ওপেনার। তবে ৭ বলে ১২ রান করা শিলিংটনকে বোল্ড করে বাংলাদেশকে খেলায় ফেরান রুমানা আহমেদ। এরপর নাহিদা আক্তারের জোড়া আঘাতে দ্রুত আউট হয়ে যান কিম গার্থ এবং ক্যাথ ডেল্টন। ইসোবেল জয়সে রানআউট হয়ে যান ৮ রান করে।
বাংলাদেশের বোলারদের সমনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও লরা ডেলানির অপরাজিত ২৬ রানের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
রুমানা আহমেদ এবং নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট। ১টি উইকেট নেন সালমা খাতুন। তিনটি হয় রানআউট। তবুও দিন শেষে পরাজিত দলে বাংলাদেশ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি