হারের বৃত্তে সিলেট

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

হারের বৃত্তে সিলেট

খেলাধুলা ডেস্ক :
হারের বৃত্ত থেকে বের হতে পারছে না চলমান বিপিএলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। ঢাকার পর সিলেটে এসেও ভাগ্য পরিবর্তন হলো না তাদের। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিটেই হারের তিক্ত স্বাদ পেলো তারা।

 

নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (৭ জানুয়ারি) ঘরের মাঠে ফরচুন বরিশালের কাছে পাত্তাই পায়নি দলটি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই তামিমের উইকেট হারায় বরিশাল। তবে মেয়ার্স-হৃদয়ের ব্যাটে ৫৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

 

বরিশালের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তবে আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা তামিম শূন্য রানেই ফিরে যান সাজঘরে।

 

তামিমের বিদায়ের পর সাজঘরে ফিরে যান একম্যাচ পর দলে সুযোগ পাওযা নাজমুল হোসেন শান্ত। ৩ বলে মাত্র ৪ রান করে তানজিম হাসান সাকিবের শিকার হয়ে সাজঘরে ফিরে যান শান্ত। শান্তর বিদায়ে ৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে বরিশাল।

 

৬ রানে ২ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়কে নিয়ে জুটি গড়েন কাইল মেয়ার্স। জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা। সিলেটের বোলারদের ওপর চড়াও হয়ে ২৭ বলে অর্ধশতক তুলে নেন তিনি। তাওহীদ হৃদয়ও ছিলেন অর্ধশতকের দ্বারপ্রান্তে। ২৭ বলে ৪৮ রান করে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। মাত্র ২ রানের জন্য অর্ধমতক মিস করেন তিনি।

 

তাওহীদ হৃদয়ের পর খান জাহানদাদকে নিয়ে ১০ ওভার ৩ বলেই জয় নিয়ে মাঠ ছাড়েন কাইল মেয়ার্স। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৩১ বলে ৫৯ রানে।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com