সিলেট ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার এক হাসপাতালে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩৫ জন সদস্য নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর দেইর আল জোরে এ হামলা চালানো হয়েছে। রবিবার বিবিসি’র অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।
সিরীয় একটি মানবাধিকার সংস্থা জানায়, আইএস জঙ্গিরা দেইর আল জোরে অবস্থিত আল-আসাদ হাসপাতালে হামলা চালায়। সেসময় সেখানকার নিরাপত্তায় নিয়োজিত সরকারি বাহিনীর সদস্যদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৩৫ জন সরকারি বাহিনীর সদস্য এবং ২০ জন আইএস জঙ্গি নিহত হয়েছে। হামলার পর আইএস জঙ্গিরা হাসপাতালটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং হাসপাতালের কর্মচারিদের জিম্মি করে।
দেইর আল জোরের অধিকাংশ এলাকা আইএসের দখলে রয়েছে। এখন তারা পুরো শহরটি দখলের চেষ্টা করছে।
এদিকে লেবাননের শিয়া সশস্ত্র সংগঠন হেজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা আমিনি বদরেদ্দিন হত্যার ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী সুন্নি বিদ্রোহীদের দায়ী করেছে সংগঠনটি। বদরেদ্দিন সিরীয় বিদ্রোহীদের গোলাবর্ষণে দামেস্ক বিমানবন্দরের কাছে নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে উল্লেখ করে সংগঠনটি।
প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থনে হাজার হাজার যোদ্ধাকে সিরিয়া পাঠিয়েছে হেজবুল্লাহ। মুস্তাফা বদরেদ্দিনকে ২০১১ সালে সিরিয়ার হেজবুল্লাহর সামরিক প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। খবর : বিবিসি
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি