হাসপাতালে আইএসের বর্বর হামলা, নিহত ৩৫ সেনা

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

হাসপাতালে আইএসের বর্বর হামলা, নিহত ৩৫ সেনা
syria

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার এক হাসপাতালে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩৫ জন সদস্য নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর দেইর আল জোরে এ হামলা চালানো হয়েছে। রবিবার বিবিসি’র অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।

সিরীয় একটি মানবাধিকার সংস্থা জানায়, আইএস জঙ্গিরা দেইর আল জোরে অবস্থিত আল-আসাদ হাসপাতালে হামলা চালায়। সেসময় সেখানকার নিরাপত্তায় নিয়োজিত সরকারি বাহিনীর সদস্যদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৩৫ জন সরকারি বাহিনীর সদস্য এবং ২০ জন আইএস জঙ্গি নিহত হয়েছে। হামলার পর আইএস জঙ্গিরা হাসপাতালটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং হাসপাতালের কর্মচারিদের জিম্মি করে।

দেইর আল জোরের অধিকাংশ এলাকা আইএসের দখলে রয়েছে। এখন তারা পুরো শহরটি দখলের চেষ্টা করছে।

এদিকে লেবাননের শিয়া সশস্ত্র সংগঠন হেজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা আমিনি বদরেদ্দিন হত্যার ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী সুন্নি বিদ্রোহীদের দায়ী করেছে সংগঠনটি। বদরেদ্দিন সিরীয় বিদ্রোহীদের গোলাবর্ষণে দামেস্ক বিমানবন্দরের কাছে নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে উল্লেখ করে সংগঠনটি।

প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থনে হাজার হাজার যোদ্ধাকে সিরিয়া পাঠিয়েছে হেজবুল্লাহ। মুস্তাফা বদরেদ্দিনকে ২০১১ সালে সিরিয়ার হেজবুল্লাহর সামরিক প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।  খবর : বিবিসি

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com