হাসপাতালে আশ্রয় সন্তানসম্ভবা রানির

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৫

হাসপাতালে আশ্রয় সন্তানসম্ভবা রানির

rani

 

সুরমা মেইলঃ চিকিৎসকরা জানিয়েছেন, তেমন কোনও শারীরিক জটিলতা নেই। ভালো আছেন সন্তানসম্ভবা রানি।

তেমন কোনো জটিলতা না থাকলেও স্বস্তিতে থাকতে ফের হাসপাতালে আশ্রয় নিয়েছেন চোপড়া পত্নী রানি মুখার্জি।

তাহলে কেনো তিনি বাড়িতে থাকতে চাইছেন না?

জানা যায়, আর মাত্র দুমাস বাকি। তারপরই কোল আলো করে আসবে প্রথম সন্তান। তাই এই কয়েকদিন বাড়ির থেকে হাসপাতালেই নির্বিঘ্নে, একান্তে কাটাতে চাইছেন তিনি।

শোনা যাচ্ছে নতুন অতিথির জন্য নাকি নতুন সাজে সেজে উঠছে চোপড়া বাড়ি। তাই ধুলো-ময়লার মধ্যে আর ঝুট ঝামেলা পোহাতে চাইছেন না রানি।

মুম্বাইয়ের খার এলাকার হিন্দুজা হাসপাতালেই তাই আপাতত থাকছেন তিনি। কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এর আগে দিওয়ালি পার্টির ধকল সহ্য না করতে পেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রানি।

আগামী বছরের জানুয়ারিতেই পৃথিবীতে আসতে চলেছে রানি-আদিত্যর প্রথম সন্তান।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com