সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
আসাদুজ্জামান নূর ও তানভীর ইমাম। ছবি : সংগৃহীত
সুরমামেইল ডেস্ক :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে আসা সাবেক এমপি আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমামকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীরা। মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী তাদের প্রকাশ্যে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় ‘সন্ত্রাসী’ ও ‘ছাত্র হত্যাকারী’ বলে চিৎকার করতে থাকেন তারা।
শনিবার (৩০ নভেম্বর) বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ জানান, দুপুরের দিকে আসাদুজ্জামান নূর এবং এইচ টি ইমামের ছেলে থেরাপি নেয়ার জন্য গেলে কয়েকজন আহত শিক্ষার্থী তাদের চিনে ফেলেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি মারেন। পরে পুলিশ ও চিকিৎসক-কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, হঠাৎ কয়েকজন শিক্ষার্থীর হই-হুল্লোড় শুনে গিয়ে দেখি একজনকে কিল-ঘুষি মারা হচ্ছে। তারা ছাত্র হত্যাকারী এবং শেখ হাসিনার সন্ত্রাসী বলে চিৎকার করছিল। পরে সেখান থেকে শিক্ষার্থীদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়।
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে গত ১৮ সেপ্টেম্বর রাতে তানভীর ইমামকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি