হিজড়ারাও পারে

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

হিজড়ারাও পারে

transgenderভারতের একজন ফ্যাশন ডিজাইনার প্রথা ভেঙে তার নতুন শাড়ী কালেকশনের জন্য হিজড়া মডেল ব্যবহার করেছেন। ডিজাইনার শর্মিলা নায়ার তার কালেকশনের নাম দিয়েছেন মাড়াভিল, মালায়ালাম ভাষায় যার অর্থ রঙধনু। খবর বিবিসি।

তিনি জানান, আমি রঙধনু নামটি ব্যবহার করেছি এই কারণে যে সারা পৃথিবীতে তৃতীয় লিঙ্গের মানুষরা রঙধনুকেই তাদের চিহ্ন হিসেবে ব্যবহার করে থাকেন।

ভারতে হিজড়া সম্প্রদায়ের সামাজিক অবস্থান বেশ নীচে। তারা নানা রকম সামাজিক নিগ্রহের শিকার হন। ফলে তাদেরকে ফ্যাশন মডেল হিসেবে ব্যবহার করায় এনিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শর্মিলা নায়ারের শাড়ী কালেকশনে মডেল হয়েছেন যে দুজন হিজড়া তাদের নাম মায়া মেনন এবং গৌরি চৌধুরী। ফ্যাশন মডেলিং-এর পূর্ব অভিজ্ঞতা তাদের নেই। ভারতে এলজিবিটিদের নিয়ে কাজ করে এমন একটি এনজিওর মাধ্যমে নায়ার এদের খুঁজে পান।

শর্মিলা নায়ার বলেন, আমি ফেসবুকে দেখছিলাম কেরালা সরকার হিজড়াদের উন্নয়নের জন্য অনেক কিছু করছে।  তিনি আরও বলেন, ‘তাই ভাবলাম আমিও তো এদের জন্য কিছু একটা করতে পারি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com