হীরক রাজারে এই সরকার ভেঙ্গে হবে খান খান: নজরুল

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৬

হীরক রাজারে এই সরকার ভেঙ্গে হবে খান খান: নজরুল

16650-19012016042922-86644_127 (1)

সুরমা মেইল নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, হারানো গণতন্ত্রকে ফিরে পেতে সরকার পতনের বিকল্প কোনো পথ নেই। গ্রেপ্তার সাংবাদিক শফিক রেহমান, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ সকল পেশাজীবী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনের তিনি এ মন্তব্য করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এই মানববন্ধনের আয়োজন করে।

বিএনপির এই নেতা বলেন, দেশে নির্বাচনের নামে তামাশা চলছে। বিনা ভোটে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করছে। আর যারা ভোটে নির্বাচিত হচ্ছে তাদেরকে কারাগারে যেতে হচ্ছে। এভাবে দেশ বেশি দিন চলতে পারে না। জনগণ যখন রশি ধরে দিবে টান, হীরক রাজার এই সরকার ভেঙ্গে হবে খান খান। যে মানুষটি গণতন্ত্রের জন্য সারাজীবন কথা বলেছেন, অথচ বর্তমান অবৈধ সরকার মিথ্যা অজুহাতে তাকে গ্রেপ্তার করেছে, যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com