হোয়াইট হাউজের সামনে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৬

হোয়াইট হাউজের সামনে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ

4bk12fdbfb6e27316g_620C350

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজের সামনে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। অর্থোডক্স ইহুদি এবং ফিলিস্তিনপন্থী মানবাধিকার কর্মীরা এ বিক্ষোভে অংশ গ্রহণ করেছে। বিক্ষোভকারীরা অবিলম্বে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্কোচ্ছেদ এবং অধিকৃত ভূখণ্ড ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে। এদিকে, ওয়াশিংটন ডিসিতে ইহুদিবাদী লবি আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফের্য়াস কমিটি বা আইপ্যাকের বার্ষিক সম্মেলন চলার সময় আরেকটি ভবনের বাইরে আলাদা বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের কারণে আইপ্যাক সম্মেলনে অংশগ্রহণকারীরা ভবনে আটকা পড়ে যায়। ইহুদিবাদী ইসরাইলকে মার্কিন সামরিক এবং আর্থিক সহায়তা দেয়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিক্ষোভকারীরা। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন অবিলম্বে বন্ধের আহ্বান জানায় তারা। আমেরিকা এবং ইউরোপে দিন দিন ইসরাইল-বিরোধী মনোভাব জোরদার হচ্ছে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা এ মনোভাবকে আরো উস্কে দিচ্ছে।  (রেডিও তেহরান)

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com