সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬
তথ্য ও প্রযুক্তি : ব্যস্ত জীবনের কঠিন কাজকে সহজ করে সম্পন্ন করতে তৈরি হচ্ছে নানা ধরনের অ্যাপস।প্রযুক্তির উন্নতির সুবাদে নিত্যদিনের সব কিছুই অ্যাপনির্ভর হয়ে গেছে। আর অ্যান্ড্রয়েড স্মার্টফোন মানেই তো অ্যাপসের খেলা। এখানে ব্যবহার করা হয় অসংখ্য অ্যাপস। ফলে প্রতিদিন এই ভাণ্ডারে যোগ হচ্ছে অসংখ্য নতুন অ্যাপস।
এই অ্যাপস ব্যবহার করতে গিয়ে নানাভাবে ভোগান্তির শিকার হয়েছেন এমন ব্যবহারকারীর সংখ্যা কম নয়। কেননা এতো সব অ্যাপসের মধ্যে অনেক অ্যাপসই রয়েছে ক্ষতিকর ম্যালওয়্যারে ভরা।
অন্যভাবে বলা যায় ইন্টারনেটে চির শত্রু হ্যাকারদের পাতা ফাঁদ। অনেক সময়ই নতুন কোনো অ্যাপস ডাউনলোড করার আগে আমরা অ্যাপসটি সম্পর্কে খুঁটিনাটি না পড়েই ডাউনলোড করে ফেলি। ফলে ম্যালওয়্যার ঢুকে পড়ে স্মার্টফোনে এবং তথ্য চলে যায় হ্যাকারদের হাতে।
এই অবস্থার হাত থেকে রক্ষা পেতে কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহলেই আর এ রকম সমস্যার মুখোমুখি হতে হবে না। তাহলে আসুন জেনে নিই অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার কিছু টিপস-
প্রযুক্তিপ্রেমিরা পছন্দের গেইম, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে নানা ধরনের অ্যাপস ডাউনলোড করে থাকে। গুগল প্লে স্টোর ছাড়া কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে পছন্দের অ্যাপ ডাউনলোড না করাই ভালো। বেশির ভাগ থার্ড পার্টি ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের আশঙ্কা থাকে।
অ্যাপস ডাউনলোড করার সময় বিভিন্ন কোম্পানির অ্যাপস দেখায়। এ ক্ষেত্রে গুগলের সুপারিশ করা অ্যাপস বা পরিচিত ডেভেলপারের তৈরি অ্যাপস ডাউনলোড করাই ভালো। কারণ অপরিচিত কোম্পানির অ্যাপসের মধ্যে ম্যালওয়্যার থাকার আশঙ্কা থাকে। আর কেউ ভুল করেও এমন সব কোম্পানির অ্যাপস ডাইনলোড কেরে থাকলে সাথে সাথে আনইনস্টল করতে হবে।
অনেক সময় অ্যাপস ডাউনলোড করার সময়ও নানা অফার দেয়া থাকে। যেমন- ওয়ালপেপার বা গেমিং অ্যাপ ডাউনলোড করার সময় সেই অ্যাপ সংস্থার পক্ষ থেকে যদি আনলিমিটেড ইন্টারনেটের মতো লোভনীয় অফার থাকে, তাহলে সে সব অ্যাপস ডাইনলোড না করাই ভারো। কারণ এখানে ভেজালের আশঙ্কা রয়েছে।
ব্যবহারকারী তার প্রয়োজনে নির্দিষ্ট অ্যাপস ডাউনলোড করে থাকেন। কিন্তু এই অ্যাপস ডাউনলোড করার সময় ব্যবহারকারীর অ্যাকাউন্টস, লোকেশন ইত্যাদি ব্যক্তিগত তথ্য চাইলে সে সব অ্যাপস ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।
অ্যাপস ডাউনলোড করার সময় আরেকটি বিষয় সর্তকতার সাথে করতে হবে। অনেকে ওই অ্যাপস সম্পর্কে ভালো-মন্দ রিভিউ দিয়ে থাকেন। তাদের রিভিউ পড়ে বুঝা যায় অ্যাপসটি কতখানি ইউজার ফ্রেন্ডলি। তাই অ্যাপস ডউনলোড করার আগে রেটিং ও রিভিউ দেখে নিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার সময় অ্যাপসটির ‘অ্যাডিশনাল ইনফরমেশন’ দেখে নেয়া। এখানে অ্যাপস সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যেমন-ইনস্টল, অ্যাপের সাইজ, আপডেট সময়, ডেভেলপারের বিবরণ সব তথ্যই এখানে দেয়া থাকে। এসব বিষয়ে একটু সচেতন হয়ে অ্যাপস ডাউনলোড করলে কারো তথ্য আর হ্যাকারদের হাতে যাবে না।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি