হ্যাগারডের অনন্য কীর্তি “শী”

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৫

হ্যাগারডের অনন্য কীর্তি “শী”

She_Leo1

সুরমা মেইলঃ “শী” হেনরি রাইডার হ্যগারডের এক কালজয়ী উপন্যাস। যদিও কাল্পনিক প্লট অবলম্বনে লিখিত তবু যেন কোথাও অসামান্য বাস্তবতার ছোয়া রয়েছে। লিও আর আয়শার এক অদ্ভুত প্রেম কাহিনী নিয়ে গঠিত এ গল্পের লেখনী যেন অনেক সময় বাস্তবতাকেও হার মানায়।

আফ্রিকা বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ঘন জঙ্গল আর কালো মানুষ।সেই আফ্রিকার ঘনজঙ্গলের মধ্যেই কোথাও লুকিয়ে আছে আয়শা নামক পৃথিবীর সবচেয়ে রূপবতী নারী। যে মৃত্যুকে পরাজিত করে যুগের পর যুগ ধরে বেঁচে রয়েছে তার রূপ ও মাধুর্যের মধ্য দিয়ে।পিতার লুকায়িত ও অসম্পূর্ণ রহস্য উৎঘাটন করতে এসে লিও নিজেকে হারিয়ে ফেলল শী এর মধ্যে। শেষ পর্যন্ত কি হল তার পরিণতি?

জানতে অবশ্যই আপনাকে পড়তে হবে শী।বিচার করলে হইত এটি হ্যগারডের সেরা কীর্তি গুলোর একটি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com