১০ টাকার চাল বিক্রিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

১০ টাকার চাল বিক্রিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

download-1সুরমা মেইল ডেস্ক :: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচিতে, হতদরিদ্রদের তালিকা প্রণয়নে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার সকালে খাদ্য ভবনে আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ নিয়ে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, অনিয়ম করে কোনো রাজনৈতিক ব্যক্তি বা সংশ্লিষ্টদের কাছে এই চাল বিক্রি করার সুযোগ নেই। শুধু দেশের ৫০ লাখ হতদরিদ্র মানুষকেই ১০ টাকা কেজি দরে, বছরে পাঁচ মাস ৩০ কেজি করে চাল দেয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া ডিলাররা চাল বিক্রিতে কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান খাদ্যমন্ত্রী।

গত ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারীতে দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com