সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে রোববার ১১ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের এক আদালত। সাজাপ্রাপ্তরা জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও ইসলামিক স্টেটের পক্ষে তহবিল সংগ্রহের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন বলে স্থানীয় এক বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিওএএম জানিয়েছে, আরব আমিরাতে সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংগ্রহের অভিযোগে গত অক্টোবরে সব মিলিয়ে ৪১ জনকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ৯ জনকে রোববার যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। এছাড়া আদালতে অনুপস্থিত দুই অপরাধীর বিরুদ্ধেও একই রায় দেয়া হয়েছে।
অবিস্ফোরক অস্ত্র রাখার দায়ে মাত্র ছয় মাসের জেল দেয়া হয়েছে চারজনকে। এছাড়া পাঁচ থেকে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে আরো ২৩ জনকে। বাকি পাঁচজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্তরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানায়নি বার্তা সংস্থাটি।
Design and developed by ওয়েব হোম বিডি