১২ দফা দাবি : সিলেট ইঞ্জিঃ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৬

নিজস্ব প্রতিবেদক:: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কর্তৃপক্ষের আশ্বাসে এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। তবে বিক্ষোভ কর্মসূচি স্থগিত থাকলেও ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রয়েছে তাদের। বেধে দেওয়া সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনে নামবেন তারা।

মঙ্গলবার সকালে আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা শিক্ষার্থী মঞ্জুরুল করিম পলাশ এসব তথ্য জানিয়েছেন।

সঠিক সময়ে ফলাফল প্রকাশ, পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ, ছাত্রাবাস-কলেজের উন্নয়নসহ ১২ দফা দাবি জানিয়ে সোমবার সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা। এর ফলে কলেজের রেজিস্টার মো. সেলিমসহ প্রশাসনিক কর্মকর্তারা ওই ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন।

রাত সাড়ে দশটা পর্যন্ত তারা সেখানে অবরুদ্ধ ছিলেন। পরে শিক্ষার্থীদের সাথে ঘন্টাব্যাপি আলোচনার পর দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com